এবার গায়েব ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট

প্রধান কার্যালয়সহ দুটি অফিস এরই মধ্যে বন্ধ

এবার গায়েব ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট

প্রায় ৪৫ হাজার গ্রাহকের কয়েকশ কোটি টাকা নিয়ে এবার উধাও ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট। ই-কমার্স প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়সহ দুটি অফিস এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি পাওয়া যাচ্ছে না আলেশা মার্টের কোনও কর্মকর্তা-কর্মচারিকেও।

অনেক গ্রহকের মতোই দু’মাস আগে তপু নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আলেশা মার্টে একটি মোটরসাইকেল অর্ডার করেন। আলেশা মার্ট মোটর সাইকেল দিতে না পারায় টাকা ফেরত দেয়ার কথা ছিল। সোমবার বনানীর প্রধান কার্যালয় এসে বন্ধ পান অফিস। দিনভর বসেও তিনি কোনও কর্মকর্তা-কর্মচারির দেখা পাননি।

তপুর মতো অনেক গ্রহকই ফিরে গেছেন এভাবে।

তপুর মতো অনেকেই এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন এর আগেও। তারা টাকা পেরত চাইলে ধরিয়ে দেয়া হতো চেক। ব্যাংকে গিয়ে খোজ নিয়ে দেখা যেতো অ্যাকাউন্টে টাকা নেই।