জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত

জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত

নিউজডোর ডেস্ক ♦ বিএনপি’র প্রতিষ্ঠাতা ও দেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের “বীর উত্তম” খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। বঙ্গবন্ধু হত্যকাণ্ডের মদদদাতা উল্লেখ করে মুক্তিযুদ্ধে অবদানের এ খেতাব প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর স্কাউট ভবনে কাউন্সিলের দিনব্যাপী সভায় এ সিদ্ধান্ত নেয় হয়েছে। সেখানে বঙ্গবন্ধুর চার খুনির বীরবিক্রম ও বীরপ্রতীক খেতাব বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়। এখন বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানায় জামুকা।

উক্ত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সভায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছেন (মদদদাতা), তাদের চিহ্নিত করতে তিন সদস্যের একটি কমিটিও করা হয়েছে।