রংপুরে কেমিক্যালের বয়াম বিস্ফোরিত হয়ে দুই শিশু দগ্ধ
স্টাফ রিপোর্টার ♦ রংপুরে কেমিক্যালের বয়াম বিস্ফোরিত হয়ে দগ্ধ দুই শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। শনিবার (২৫ মে) দুপুরে পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশুরা হলো, রাইশা (৭) ও রাদিয়া (৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দপুর কেরামতিয়া ফাজিল মাদ্রাসার দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ল্যাবরেটরীর গেটে কোন তালা ছিল না। ওই প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ছাত্র সজীব (১৩) একদিন এই মাদ্রাসার পরিত্যক্ত কক্ষ থেকে ৪টি রাসায়নিক কেমিক্যাল বয়াম বাড়িতে নিয়ে যায়। ঘটনার দিন সকালে বাড়ির রান্না ঘরের পাশে সজীব ছোট বোন রাদিয়া ও প্রতিবেশী খয়ের উদ্দিনের মেয়ে রাইশাসহ কেমিক্যাল নিয়ে খেলতে থাকে। এ সময় রান্নার জন্য আগুন জ্বালালে বয়াম বিস্ফোরিত হয়ে রাইশা ও রাদিয়া দগ্ধ হয়। তাদের উদ্ধার করে প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাইশার বাবা খয়ের উদ্দিন বলেন, মেয়ের ঘাড় থেকে ডান হাত পুরোটা পুড়ে গেছে। রমেক হাসপাতালের ৫’ম তলার ১৮ নং ওয়ার্ডে মেয়ে চিকিৎসাধীন রয়েছে। তিনি এ বিষয়ে থানায় অভিযোগ করবেন বলে জানান।
সৈয়দপুর কেরামতিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কোহিনুর বেগম বলেন, ঘটনা শুনেছি। মাদ্রাসার কেমিক্যালে এমনটা হওয়ার কথা নয়। আমাদের এখানে সবকিছু প্রটেকটেট।
পীরগাছা থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। দগ্ধ দুই শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।