রংপুরে সেনাবাহিনীর  ৬৬ পদাতিক ডিভিশনের বৃক্ষরোপন অভিযান 

রংপুরে সেনাবাহিনীর  ৬৬ পদাতিক ডিভিশনের বৃক্ষরোপন অভিযান 

নভেল চৌধুরী ♦ ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকালে রংপুর সেনানিবাসে লিচু গাছ লাগিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ সাকিল আহমেদ। এ সময় সেনাবাহিনী’র উর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক কর্মকর্তা-কর্মচারী ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর বৃক্ষরোপন অভিযানে ১০ হাজার ফলদ, বনজ, ঔষধী ও সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপন করা হবে। রংপুর এরিয়ার সকল স্টেশনে এই বৃক্ষরোপন কর্মসূচী আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাস্তবায়ন করা হবে।