রংপুর নগরীতে যানজট নিরসনে সচেতনতা
নগরীর ৪ হাজার অটোরিক্সা চলাচলের ক্ষমতা থাকলেও চলছে ৪০ হাজার
স্টাফ রিপোর্টার ♦ রংপুর নগরীতে যানজট যানজট কমাতে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ, নির্দিষ্ট লেন ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও ট্রাফিক সচেতনতা বিষয়ক পথসভা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে রংপুর নগরীর সিটি বাজার প্রাঙ্গনে রংপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের উদ্যোগে মাসব্যাপী সচেতনতামূলক পথসভায় উপ-পুলিশ কমিশনার মেনহাজুল আলমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী।
ট্রাফিক (উত্তর) ইনচার্জ বেলাল হোসেনের সঞ্চালনায় পথসভায় অটোরিক্সা, চার্জার রিক্সা মালিক-শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রংপুর নগরীর সিটি বাজারের সামনে ওভার ব্রীজ নির্মাণ করা হলেও সেটি নিয়ে কেউ পাড়াপাড় হচ্ছে না। সিটি বাজারে আসা সবাই সিটি কর্পোরেশনের মুখ বরাবর খোলা জায়গা দিয়ে বাজারে যাওয়া-আসা করছে নগরবাসী। নগরীতে পার্কিং প্লেস নেই। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তার পার্শ্বে সিটি কর্পোরেশন ডাস্টবিন স্থাপন করেছে। ফলে বাস, অটোরিক্সা অন্যত্র দাঁড়িয়ে যানজটের সৃষ্টি করছে। নগরীতে ধারণ ক্ষমতার চেয়ে রিক্সা-অটোরিক্সার লাইসেন্স দেয়া হচ্ছে। রংপুর নগরীর ৪ হাজার অটোরিক্সা চলাচলের ক্ষমতা থাকলেও চলছে ৪০ হাজার। গাড়ির পার্কিয়ের জায়গায় তরমুজের দোকান বসেছে। এ বিষয়টি সিটি কর্পোরেশন দেখবে। নগরীতে যানজট হলে সকলে ট্রাফিক বিভাগের উপর দায় চাপায়। অথচ ট্রাফিক বিভাগের চেয়ে এখানে সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগের কাজ রয়েছে। আমরা আশা করছি সিটি কর্পোরেশন দ্রুত নগরীর ফুটপাত ও পার্কিংয়ের জায়গা দখলমুক্ত করবে। মাসব্যাপী সচেতনতামূলক কার্যক্রম শেষে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা জানান বক্তারা।