আবারও বাড়ল ডলারের দাম
নিউজডোর ডেস্ক ♦ আবারও বেড়েছে ডলারের দাম। দেশের ব্যাংকগুলো ডলারের দর আবারও বাড়ালো। এবার সবক্ষেত্রেই ডলারের দর ৫০ পয়সা বাড়ানো হয়েছে। বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এক ভার্চুয়াল বৈঠকে ডলারের দর বৃদ্ধির ঘোষণা দিয়েছে।
আজ থেকে তারা ১১০ টাকায় ডলার কিনতে এবং ১১০ টাকা ৫০ পয়সায় বিক্রি করতে রাজি হয়েছে।
নতুন হার অনুযায়ী, রপ্তানিকারক ও রেমিট্যান্স প্রেরকগণ প্রতি ডলার পাবেন ১১০ টাকা। এছাড়া আমদানিকারকদের কাছ থেকে প্রতি ডলারে ১১০ টাকা ও ৫০ পয়সা চার্জ নেবে ব্যাংকগুলো।
ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা ৫০ পয়সা। গত বছরের জানুয়ারিতে তা ছিল ৮৫ টাকা ৮ পয়সা।