যেসব জেলায় বজ্র বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের

যেসব জেলায় বজ্র বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের

নিউজডোর ডেস্ক ♦ সারাদেশে তীব্র তাপদাহের পর এবার তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর পাশাপাশি শঙ্কার খবরও জানালো আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর নিকটবর্তী এলাকায় বিরাজ করছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। কারণে দেশের সব জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। খবর: সময় সংবাদ

সংক্ষিপ্ত পরিস্থিতিতে, উপদেষ্টা বলেছে, মৌসুমী বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, নিম্নচাপ কেন্দ্র এবং দক্ষিণ বাংলাদেশের উপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।