রংপুরে রিপ্রেজেন্টেটিভদের দালাল হিসেবে শাস্তি দেওয়ায় প্রতিবাদ

রংপুরে রিপ্রেজেন্টেটিভদের দালাল হিসেবে শাস্তি দেওয়ায় প্রতিবাদ

স্টাফ রিপোর্টার ♦ রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ঔষধ কোম্পানী’র বিক্রয় প্রতিনিধিদের দালাল হিসেবে শাস্তি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে রংপুর মহানগর ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন-ফারিয়া। গতকাল সোমবার সকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঔষধ কোম্পানী’র বিক্রয় প্রতিনিধিরা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এডবিøউএম রায়হান শাহের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ বেলাল হোসেন, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক মহসিন আলীসহ অন্যরা। সংগঠনের নেতারা জানান, গত ২৪ আগস্ট রংপুর জেলা প্রশাসন মেডিকেল কলেজ হাসপাতাল দালাল বিরোধী অভিযান পরিচালনা করে। এতে কিছু ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিকে পরিচয় দেওয়ার পরও বিভিন্ন অংকের জরিমানা, মুচলেকা ও বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়। সেই সাথে তাদের দালাল বলে আখ্যায়িত করা হয়। এ বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে পারিবারিক, সামাজিক ও কর্মক্ষেত্রে ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিরা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে বলে তারা অভিযোগ করেন। এ সময় তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের দালাল আখ্যায়িত করে হেও প্রতিপন্ন করার সুষ্ঠু সমাধান, নির্বাহী আদেশে সকল প্রকার অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ করা, নিয়মিত মেডিকেল কলেজ হাসপাতালে দালাল বিরোধী অভিযান পরিচালনা করা,  সিভিল সার্জন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকসহ বিভিন্ন ডায়াগনোস্টিক সেন্টার মালিকদের নির্বাহী আদেশের মাধ্যমে পুরো জেলায় প্রেসক্রিপশনের ছবি তোলা বন্ধ করা, কোম্পানীর নিজস্ব সার্ভে, এমএসটি সার্ভে এবং ফোরপি সার্ভের নামে অবৈধ এনজিও সার্ভে বন্ধ করা এবং তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবী জানান।