রংপুর ক্যাডেট কলেজে আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার ♦ রংপুর ক্যাডেট কলেজে চার দিনব্যাপী আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। এতে তিতুমীর হাউজ বিজয়ী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর হাউজ উপ-বিজয়ী, ওমর ফারুক হাউজ সার্বিকভাবে বিজয়ী ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর হাউজ সার্বিকভাবে উপ-বিজয়ী ট্রফি অর্জন করে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেলে ক্যাডেট কলেজ মাঠে বিজয়ী হাউজের ক্যাডেটদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ১১ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ খালেদ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শওকত হোসেন, অ্যাডজুটেন্ট মেজর মোঃ সাইদুল হক, ক্যাপ্টেন মুকিত বিন মোহাম্মদসহ অন্যরা।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ১১ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ খালেদ আল মামুন বলেন, সেনা সদর এজি শাখা কর্তৃক পরিচালিত দেশের ক্যাডেট কলেজগুলোতে অভিন্ন পরিবেশে শিক্ষার্থী ক্যাডেটরা চৌকস, নিষ্ঠাবান ও নিয়মানুবর্তী হয়ে উঠে। দেশের সাধারণ শিক্ষা ব্যবস্থার মাঝে থেকেও এখানে সামরিক প্রশিক্ষণ, খেলাধুলাসহ সহ-শিক্ষামূলক কার্যক্রমকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে।