জিমেইলে যেভাবে ভিডিও কল করবেন
ভয়েস কল করার ক্ষেত্রে গুগল মিট আর ব্যবহার করতে হবে না
নিউজডোর ডেস্ক ♦ করোনা পরিস্থিতির কারণে বিশ্ব যখন লকডাউন তখন আত্মীয় স্বজনদের সাথে কথা বলার জন্য, তাদের দেখার জন্য খুবই জনপ্রিয় হয়ে ওঠে ভিডিও কলিং। এই অডিও ও ভিডিও কল সুবিধা বিভিন্ন অ্যাপের মাধ্যমে নেয়া যায়।
অনেক ক্ষেত্রে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মিটিং, ক্লাস, আড্ডা দেওয়ার অন্যতম মাধ্যম হলো এই ভিডিও কল। তবে এখন জুম ও গুগল মিটিং নয় ভিডিও কল ও মিটিংয়ের জনপ্রিয়তা বিবেচনা করে বিশেষ এই ফিচার নিয়ে এসেছে জিমেইল।
ভয়েস কল করার ক্ষেত্রে গুগল মিট আর ব্যবহার করতে হবে না। এবার মেইল খুলে রাখলেও ভিডিও কল করা যাবে। এই ফিচারে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট বেছে নিয়ে তা ডায়াল করলেই তার ফোনে রিং হবে। যেকোন স্মার্টফোন থেকেই এই কলের উত্তর দেয়া যাবে।
তাহলে জেনে নিন যেভাবে জি-মেইলের মাধ্যমে ভিডিও কল করবেন-
এজন্য প্রথমে আপনার জি-মেইল অ্যাকাউন্ট খুলুন।
মিট সেকশনে থেকে নিউ মিটিংয়ে ক্লিক করুন।
লিংক বা ইমেইলের মাধ্যমে মিঠিং মিটিংয়ে আমন্ত্রণ পাঠাতে, সেন্ড ইনভাইটে ক্লিক করুন।
মিটিংয়ে যোগ দিতে জয়েন নাও- তে ক্লিক করুন।
মিটিং থেকে বের হতে লিভ নাও- তে ক্লিক করুন।