ইউটিউবে অ্যাডাল্ট কন্টেন্ট থেকে শিশুদের দুরে রাখবেন যেভাবে
এ সংক্রান্ত নতুন এক ফিচার এনেছে ইউটিউব
নিউজডোর ডেস্ক ♦ সারাবিশ্বে এখন সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম হলো ইউটিউব। সময় সাথে সাথে নিজেদের ধরে রাখতে নতুন নতুন ফিচার নিয়ে আসছে এই ইউটিউব। তবে এবার শিশুদের সুরক্ষার ব্যবস্থা করতে এক বিশেষ ফিচার নিয়ে এসেছে ইউটিউব। শিশুদের অ্যাডাল্ট বা প্রাপ্তবয়ষ্ক বিষয়বস্তু যা শিশুদের ক্ষেত্রে খারাপ পট্রভাব পড়তে পারে এমন কন্টেন্ট থেকে দুরে রাখতে এসেছে নতুন ফিচার “রেস্ট্রিক্টেড মোড”।
যেভাবে স্মার্ট ফোনে এই মোড চালু করবেন:
প্রথমে অ্যাপটি ওপেন করুন।
সেটিংস মেনুতে গিয়ে জেনারেল সেটিংস মেন্যুতে যান।
সেখানেই পেয়ে যাবেন “রেস্টিক্টেড মোড”। টগল টার্ন অন করলেই হয়ে যাবে।
ডেস্কটপে যেভাবে করবেন:
এছাড়াও ডেস্কটপে থেকে ইউটিউh ব্রাউজ করুন। এরপর উপরের ডানদিকে ব্যবহারকারীর প্রোফাইল আইকনে কি্লক করুন। এরপর প্রোফাইল মেন্যুতে গিয়ে “রেস্টিক্টেড মোড” অন করুন।