৭০ বছর পর নিজের মাকে খুঁজে পেলেন আ. কুদ্দুস

ফেসবুকে পরিবারের সন্ধান চেয়ে ভিডিও প্রকাশ করেছিলেন

৭০ বছর পর নিজের মাকে খুঁজে পেলেন আ. কুদ্দুস

নিউজডোর ডেস্ক ♦ ১০ বছর বয়সে পরিবারকে হারিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের কিশোর আ. কুদ্দুস মুন্সী। নিজ বাড়ির ঠিকানা ছিল অজানা, শুধু জানতেন গ্রামের নাম। পরিবাররবিহীন কেটে যায় ৭০টি বছর, তুবও খোঁজ পাননি পরিবারের। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সাহায্যে বাড়ির ঠিকানাসহ খুঁজ পেলেন নিজের পরিবারকে। ছয় ছয়টি যুগ পরেও ফিরে পেয়েছেন ১১০ বছর বয়সী মা মঙ্গলুন্নেসাকে।

জানা গেছে, ৮ সন্তানের জনক আ. কুদ্দুস পরিবার নিয়ে রাজশাহীতে বসবাস করতেন। এবছরের এপ্রিল মাসে ফেসবুকে স্বজনদের সন্ধান চেয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন তিনি। আর সেই ভিডিও নজরে পড়ে আ. কুদ্দুসের চাচাতো ভাইয়ের নাতির । ভিডিও দেখেই কয়েকজন আ. কুদ্দুসের বাসা রাজশাহীতে যান। পরে ভিডিও কলে আ. কুদ্দুসের হাতে ছোট বেলার কাটা দাগ দেখেই চিনে ফেলেন মা মঙ্গলুন্নেসা। এরপর ২৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় ছোট বোনের শ্বশুড় বাড়িতে মায়ের সঙ্গে দেখা করেন আ. কুদ্দুস। মাকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। মা-ছেলে মিলনের দৃশ্য দেখে উপস্থিত সকলের চোখে পানি এসে যায়।

পরে আ. কুদ্দুস জানান, মাকে ফিরে পাওয়ায় এক অন্যরকম অনুভূতি। এদিকে বয়সের ভারে ন্যুব্জ মঙ্গলুন্নেসা মুখে কিছু বলতে না পারলেও ইশারায় প্রকাশ করেন সন্তান ফিরে পাওয়ার আনন্দ।