সৌদির সাথে দিনাজপুরের কয়েকটি স্থানে ঈদুল আজহার নামাজ আদায়
নামাজ শেষে পশু কোরবানি

মোঃ আরমান হোসেন (দিনাজপুর) ♦ সৌদি আরবের সাথে মিল রেখে আজ মঙ্গলবার সকালে দিনাজপুর সদরসহ কয়েকটি পৃথক স্থানে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন অনুসারিরা। পরে তারা পশু কোরবানী দেন। সকাল ৭.৩০ মিনিটে শহরের বাসুনিয়াপট্টিতে (পার্টি সেন্টার ) একটি কমিউনিটি সেন্টারে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেছেন প্রায় তিন শতাধিক পরিবার। এতে ইমামতি করেন বিরল উপজেলার একটি মাদ্রাসার (ফ্যামিলি গার্ডেন মাদ্রাসার) শিক্ষক আব্দুর রাজ্জাক।
এছাড়াও পৃথক ভাবে চিরিরবন্দর উপজেলার সাইতাড়া রাবার ড্যাম, বিরল উপজেলার বালান্দরপুর, কামদেবপুর কাজীপাড়া, কাহারোল উপজেলার জয়নন্দ এবং গড়েয়াসহ আরো কয়েকটি স্থানে সিমিত সংখ্যক অনুসারি পবিত্র ঈদের নামাজ আদায়সহ পশু কোরবানী দেন বলে জানা গেছে।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের কয়েকটি স্থানে ২০০৭ সাল থেকে দুই ঈদের নামাজ আদায়সহ আনন্দ ভাগাভাগি করে আসছেন কিছু সংখ্যক অনুসারি।