এলপিজির দাম কমছে আরও ৬৪ টাকা

এলপিজির দাম কমছে আরও ৬৪ টাকা

নিউজডোর ডেস্ক ♦ দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের(এলপিজি) মূল্য আরও ৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আগামী মঙ্গলবার (১লা জুন) হতে কার্যকর হবে।

আগে বেসরকারি খাতে ১২ কেজি এলপিজি গ্যাসের মূল্য ভোক্তাবাজারে ছিল ৯০৬ টাকা যা ৬৪ টাকা কমে ৮৪২ টাকায় দাঁড়াবে।

সোমবার (৩১মে) জ্বালানী খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে এসকল তথ্য জানান।

সেখানে বলা হয়, উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয় নি। সরকারি ভাবে সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৫৯১ টাকাই থাকছে।

গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম ছিল লিটার প্রতি ৪৪ টাকা ৭৪ পয়সা যা এখন কমে দাঁড়িয়েছে ৪১ টাকা ৭০ পয়সা।

বিইআরসি চেয়ারম্যান মো. আব্দুল জলিল  বলেন, সৌদি সিপি, ডলারের বিপরীতে টাকার বিনিময় হার ও

ব্যাংকিং  হারে পরিবর্তন বিবেচনা করে দাম সমন্বয় করা হয়েছে।

তিনি আরও বলেন, কেউ নির্ধারিত দামের কমে বিক্রি করতে পারবেন, কিন্তু বেশি দামে বিক্রি করা যাবে না।