রংপুরে ৬ হাজার মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের নামাজ

রংপুর জেলা মডেল মসজিদে ৮ টায় ঈদুল আযহার ১ম জামাত

রংপুরে ৬ হাজার মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের নামাজ
রংপুর জেলা মডেল মসজিদ

স্টাফ রিপোর্টার ♦ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরুত্ব বজায় রেখে বিপুল উৎসাহ-উদ্দিপনা ও ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্যদিয়ে আগামী বুধবার (২১ জুলাই) পবিত্র ঈদুল আযহা উদ্যাপনের জন্য বিস্তারিত কর্মসূচি নেয়া হয়েছে রংপুর বিভাগীয় নগরীসহ  ৮জেলায়।  
সরকারি নির্দেশনা অনুযায়ী রংপুরের ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে মহল্লা ভিত্তিক মসজিদে।রংপুর জেলার প্রায় ছয় হাজার মসজিদে সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সুবিধাজনক সময়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত আদায়ের ব্যবস্থা করা হচ্ছে।
সকাল ৮ টায় ঈদুল আযহার ১ম জামাত অনুষ্ঠিত হবে রংপুর জেলা মডেল মসজিদে এবং হযরত মাওলানা কেরামত আলী রহঃ মাজার সংলগ্ন কেরামতিয়া মসজিদে । 
রংপুর জেলা মডেল মসজিদে এবং হযরত মাওলানা কেরামত আলী রহঃ মাজার সংলগ্ন কেরামতিয়া মসজিদে ২য় জামাত হবে সকাল ৯টায় ।
এছাড়া  জেলার ৫ হাজার ৯০টি মসজিদে পরিস্থিতি বিবেচনায় ঈদের নামাজের সময় সূচী নির্ধারন করা হয়েছে।  কোনো কোনো মসজিদের একাধিক জামাত অনুষ্ঠিত হবে।