রমেকে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার বেড়েছে
এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার বেড়েছে। মঙ্গলবার শনাক্তের সংখ্যা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৩৪ এ। এর মধ্যে রংপুরে ২২ জন, কুড়িগ্রামের ৮ জন ও লালমনিরহাটের ৪ জন রয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার শতকরা সাড়ে ১৭ ভাগ।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন শনাক্তরা হলেন, রংপুর বদরগঞ্জের এক বৃদ্ধা (৭০), রংপুর সদরের এক নারী (৩৪), এক বৃদ্ধা (৬২), অপর নারী (৫৫), পীরগঞ্জের এক বৃদ্ধা (৭০), হারাগাছের এক নারী (২১), লালমনিরহাট সদরের এক নারী (২৬), কুড়িগ্রাম নাগেশ্বরীর এক পুরুষ (৫৫)।
রংপুর জেলায় নতুন শনাক্তরা হলেন, রংপুর নগরীর ধাপ কটকিপাড়ার এক পুরুষ (৩২), দর্শনার এক পুরুষ (৫৫), ক্যাডেট কলেজের এক যুবক (২৮), আরএসএইচের এক নারী (৩০), কেরানীপাড়ার এক পুরুষ (৪৮), এক নারী (৪৯), জনতা ব্যাংকের এক পুরুষ (৩২), লালকুঠির এক পুরুষ (৩৯), হনুমানতলার এক বৃদ্ধা (৬৬), জুম্মাপাড়ার এক বৃদ্ধা (৬০), এক পুরুষ (৫৫), কামাল কাছনার এক নারী (২৮), গুপ্তপাড়ার এক বৃদ্ধ (৭০), আরকে রোডের এক কিশোর (১৭), তারাগঞ্জের এক নারী (৪২), চৌপথির এক নারী (৫০)।
কুড়িগ্রাম জেলায় নতুন শনাক্তরা হলেন, ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৫৫), ভুরঙ্গামারীর এক নারী (৩২), অপর নারী (২৫), এক যুবক (২৫), ভুরুঙ্গামারীর এক বৃদ্ধা (৬০), নাগেশ্বরীর এক নারী (৩৪) ও উলিপুরের এক নারী (৪৪)।
লালমনিরহাট জেলায় নতুন শনাক্তরা হলেন, লালমনিরহাট ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধা (৬৫), পাটগ্রামের এক পুরুষ (৩৫) ও এক কিশোর (১৪) ।
এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৫ হাজার ১৮ জন ও সুস্থ্য হয়েছেন, ৪ হাজার ৬২২ জন। মারা গেছেন, ৯৬ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, ২০ জন।