রমেকে নমুনা পরীক্ষায় আরও ১৬ জন শনাক্ত
এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১৪ জন, কুড়িগ্রাম ও লালমনিরহাটের একজন করে রয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন শনাক্তরা হলেন, মিঠাপুকুরের এক বৃদ্ধ (৭০), রংপুর সদরের এক যুবক (২০), কুড়িগ্রাম রাজারহাটের এক বৃদ্ধ (৭০), পীরগঞ্জের এক নারী (২২), রংপুর সদরের এক পুরুষ (৪৫)।
নতুন শনাক্তদের মধ্যে নগরীর পরশুরামের এক নারী (২৮), মুলাটোলের এক পুরুষ (৪৫), কলেজ রোডের এক যুবক (২৬), হাজীপাড়ার এক নারী (৩০), আরকে রোডের এক নারী (৩৫), কাউনিয়া হারাগাছের এক পুরুষ (৪২), মুলাটোলের এক যুবক (২৯), সাতমাথার এক পুরুষ (৪০), ডিসি’র মোড়ের এক পুরুষ (৫১), ছালেক বাজারের এক বৃদ্ধ (৭০), লালমনিরহাট ১’শ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধ (৭২)।
রোববার ১২৬ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হন। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৪ হাজার ৯৮৭ জন ও সুস্থ্য হয়েছে, ৪ হাজার ৬১২ জন। মারা গেছেন, ৯৬ জন ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৫ জন।