রংপুরে হাড়িভাঙ্গা আম বিক্রি শুরু
স্টাফ রিপোর্টার ♦ সরকারী নির্দেশনা অনুযায়ী রংপুরে হাড়িভাঙ্গা আম বিক্রি শুরু হয়েছে। রোববার সকালে রংপুরে বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ হাট, পাইকারের হাট, নাগেরহাটসহ বিভিন্ন হাট-বাজারে উঠেছে হাড়িভাঙ্গা আম। এছাড়া সাইকেলে করে রংপুর নগরীর পাড়া-মহল্লায় সুস্বাদু ও আশঁবিহীন এ আম বিক্রি করা হচ্ছে। আম বিক্রির প্রথম দিনে হাটগুলোতে তুলনামূলকভাবে ক্রেতার উপস্থিতি ছিল কম। এছাড়া গুড়ি গুড়ি বৃষ্টির কারণে বাহির থেকে ক্রেতারা হাটে আসতে পারেননি।
এদিকে আম বিক্রির প্রথম দিনে হাটগুলোতে আমের দাম ছিল চড়া বলে জানিয়েছে ক্রেতারা। রোববার বড় সাইজের আম বিক্রি হয়েছে ১ হাজার ৮’শ থেকে ২ হাজার টাকা মন। সর্বনিম্ন আম বিক্রি হয়েছে ১ হাজার ২’শ টাকা মন। এদিকে বিকেলে নগরীর লালবাগে আম বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান।
রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, হাড়িভাঙ্গা আম বিক্রি ও পরিবহনে চাষীদের সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।