সয়াবিন তেল তো আমাদের শরীরের জন্য ক্ষতিকর: টিপু মুনশি

দেশে সরিষা ও ধানের তুষের তেলের উৎপাদন বাড়ানোর চেষ্টা

সয়াবিন তেল তো আমাদের শরীরের জন্য ক্ষতিকর: টিপু মুনশি
ফাইল ছবি

নিউজডোর ডেস্ক ♦ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সয়াবিনের চেয়ে রাইস ব্রান অনেক ভালো। সয়াবিন তেল তো আমাদের শরীরের জন্য ক্ষতিকর।’

তিনি বলেন, ‘ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে দেশে সরিষা ও ধানের তুষের তেলের উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হবে। দেশে বর্তমানে রাইস ব্র্যান ৫০ থেকে ৬০ হাজার টন উৎপাদন হয়। এটিকে সাত লাখ টনে নিয়ে যাওয়া সম্ভব। এটি বাস্তবায়ন হলে মোট চাহিদার ২৫ শতাংশ পূরণ করা সম্ভব হবে।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় সভা শেষে তিনি এ কথা বলেন। খবর: সমকাল।

ডলারের দাম বাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ আমাদের দুই বছর আমদানি কম ছিল। এখন খুলে যাওয়ায় ক্যাপিটাল প্রভাব পড়েছে, দুই বছরের চাপ পড়েছে একসঙ্গে। সবকিছু মিলে একটা প্রভাব পড়েছে। আমাদের বৈদেশিক রিজার্ভে চাপ পড়েছে। শ্রীলঙ্কায় বিপদ বলে আমাদের বিপদ তা তো নয়। আমরা তাদের সহায়তা করেছি। আমাদের ঘাবরানোর কোনও কারণ নেই।