রংপুরে “কেক প্লেসের” পিকআপ পয়েন্ট সেবা চালু
স্বল্প সময়েই বেশ জনপ্রিয়তা লাভ করেছে কেকস্ প্লেস

নিউজডোর ডেস্ক ♦ হোম মেড প্রিমিয়াম কোয়ালিটির কেক তৈরী করে তা ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করে রংপুরে বেশ জনপ্রিয়তা পেয়েছে কেকস্ প্লেস । কেকস্ প্লেস এর কর্ণধার জিফাত আরেফিন বলেন, অনলাইনে কেক বিক্রি করে ব্যাপক সাড়া পাওয়ার পর আমরা আমাদের পিকআপ পয়েন্ট চালু করেছি । আমাদের সম্মানিত গ্রাহকদের কেক সংগ্রহ করার সুবিধার্থে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে পিকআপ পয়েন্ট সেবা। আহার হোটেলের বিপরীতে নির্মানাধীন শাহী মসজিদের পিছনে এলে সহজেই পেয়ে যাবেন আমাদের পিকআপ পয়েন্ট। অর্ডার করা কেকের পাশাপাশি রেডিমেইড খাবারও সংগ্রহ করা যাবে এখান থেকে।
কেকস্ প্লেসের হোম মেড প্রিমিয়াম কোয়ালিটির কেকের স্বাদ মন কেড়েছে গ্রাহকদের। যার ফলেই স্বল্প সময়েই বেশ জনপ্রিয়তা লাভ করেছে কেকস্ প্লেস।