দাঁত ঝকঝকে সাদা করার ঘরোয়া পদ্ধতি
নিউজডোর ডেস্ক ♦ হাসিমুখ যে কারোর সৌন্দর্যতা বাড়িয়ে দেয়। আমরা কথা বলার সময় হাসি মুখে কথা বলতেই বেশি পছন্দ করি। এজন্য ঝকঝকে সুন্দর দাঁত সুন্দর হাসির প্রথম শর্ত বলা হয়ে থাকে। তবে আমাদের অনেক কারণেই দাঁতে কালো দাগ কিংবা পরদ পড়ে যায়। ফলে দাঁত বের করার চেয়ে আমরা দাঁত বেশি লুকিয়েই রাখি। তবে এই দাঁতের কালো দাগ বা পরদ দুর করার কিছু ঘরোয়া উপায়ও রয়েছে। যা আপনাকে স্বাভাবিক হাসি উপহার দিতে পারবে।
দাঁত উজ্জ্বল করতে যা করবেন-
- নারকেল তেল: মাউথওয়াশ হিসাবে অল্প পরিমাণে নারকেল তেল প্রয়োগ করুন এবং ভালভাবে ঝাঁকান। নিশ্চিত করুন যে সমস্ত মুখের পেশী সমানভাবে নিযুক্ত রয়েছে। এভাবে দুই থেকে তিন মিনিট মাখানোর পর তেল ফেলে দিন।
- লবণ: লবণ দাঁত পরিষ্কার করতে ভালো কাজ করে। দাঁত ব্রাশ করার পর হাতের ডগায় সামান্য লবণ নিয়ে দাঁতে ঘষে নিন। এতে দাঁতের গোড়া শক্ত ও মজবুত হবে। দাঁতের স্বাভাবিক রংও ফিরে আসবে।
- বেকিং সোডা: দাঁত সাদা করার আরেকটি কার্যকরী পদ্ধতি হল বেকিং সোডা ব্যবহার করা। টুথপেস্টের সাথে কিছু বেকিং সোডা মিশিয়ে নিন। এরপর ভালো করে দাঁত ব্রাশ করুন। কয়েকদিন ব্যবহার করলে উপকার পাবেন। দাঁতও উজ্জ্বল হবে।
- পাতি লেবুর রস: লেবুর রসে রয়েছে সাইট্রিক অ্যাসিড। লেবুর রস ও লবণ একসঙ্গে মিশিয়ে দাঁত ব্রাশ করলে দাঁত সহজে সাদা হয়ে যায়। লেবুর খোসাও দাঁত পরিষ্কার করতে ব্যবহার করা যেতে পারে। এটি দাঁতের হলদে ভাব দূর করে।