প্রত্যেক শিশুকে সু-শিক্ষায় সু-নাগরিক হতে হবে: আসিব আহসান
স্টাফ রিপোর্টার ♦ রংপুরে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ৩০০ জন শিশুর মাঝে বিতরণ করা হয়। এপি ওয়াল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে টার্মিনাল শাপলা রোডে অর্নিবান কমিউনিটি সেন্টারে শিক্ষা এ উপকরণ বিতরণ করা হয়। এ সময়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এরিয়া ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার ওয়াল্ড ভিশন অনুকুল চন্দ্র রায়, উপস্থিত ছিলেন প্রধান অতিথি রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, বিশেষ অতিথি সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৮, ১৯ ও ২০ ফেরদৌসি বেগম, প্রোগ্রাম অফিসার রংপুর এপি ওয়াল্ড ভিশন বাংলাদেশ জুলিয়ান বিশ্বাস, স্পন্সার অফিসার রংপুর ওয়াল্ড ভিশন বাংলাদেশ এ্যাপোলো দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন প্রত্যেক শিশুকে সু-শিক্ষায় সু-নাগরিক হতে হবে। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার ২০১০ সাল থেকে ২০২১ চলছে দেশের প্রত্যেক শিশুর হাতে বই পৌছে দিচ্ছে সরকার। শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোন দেশ ও জাতি উন্নতি লাভ করতে পারে না। তাই সকল অভিভাবকদের শিশুদের প্রতি সু-নজর দেয়ার আহবান জানান।