জল দেবতা নয়, কানি বক
স্টাফ রিপোর্টার ♦ শ্রাবণের তপ্ত প্রকৃতি। তাই শীতল অনুভূতি নিতে পানিতে পাখা মেলে ধরা। এরপর সবুজ ছায়ামাখা জলে ঝাপটিয়ে উঠে আসা। এ কোন জলদেবতার কথা নয়, এ দৃশ্য অপরুপ বকসুন্দরী কানি বকের। এ দৃশ্য ক্যামেরার লেন্সে ধরা পড়েছে কুড়িগ্রাম রাজারহাট এলাকায়। উইকিপিডিয়া সূত্রে জানা যায়, দক্ষিণ এশিয়া মহাদেশে এ বকের প্রধান আবাস।
দেশি কানি বক সাদা ডানা ও বাদামি পিঠের মাঝারী আকারের জলচর পাখি। এদের ওজন গড়ে ২১৫ গ্রাম। প্রজনন ঋতুতে এর মাথা হলদে-পীতাভ রঙ্গ ধারণ করেন। এরা হাওর, বিল, জলা, খাল, নদী, ধানক্ষেত ও প্যারাবনে বিচরণ করে। এ বক ৩-৫টি ডিম পাড়ে। স্ত্রী-পুরুষ উভয় তা দেয়, ২৪ দিনে ডিম ফুটে ছানা বের হয়।