৬ বছরে সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে এবছর

অর্থের সংকট থাকায় অনেকেই পশু কোরবানি করেননি

৬ বছরে  সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে এবছর

নিউজডোর ডেস্ক ♦ দেশে ২০১৬ সালের পর থেকে এ পর্যন্ত সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে এবছরই। ঈদ উল আজহায় সারাদেশে ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি গবাদি পশু কোরবানি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা বাইরাসের কারণে মানুষের কাছে অর্থের সংকট থাকায় এবছর অনেকেই পশু কোরবানি করেননি। আবার যারা একাই কোরবানি দিতেন তারা এবছর ভাগে কোরবানি দিয়েছেন। যার কারণে এবার ঈদে কম পশু কোরবানি হয়েছে।

তারা আরও বলছেন, যারা শুরু দিকে কম দামে গরু ছেড়ে দিয়েছেন তারা রোকসান করেননি। বরং যারা শেষের দিকে বেশির দামের আশায় পশু রেখে দিয়েছিলেন তাদের লোকসান গুনতে হয়েছে।

২০১৪ সালে ভারত সরকারের সিদ্ধান্তের পর বৈধ পথে দেশে গুর আমদানি করা প্রায়ই বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় কোরবানির পশষু সংকট মোকাবিলায় বাড়তি পদক্ষে গ্রহণ করে মৎস ও প্রাণিসম্পদ অধিদপ্তর। স্বল্প ও দীর্ঘমেয়াদী বেশ কয়েকটি পদক্ষেপের কারণে২০১৬ সালেই কোরবানির পশুর সংখ্যা প্রথমবারের মতো ১ কোটি ছাড়িয়ে যায়। ওই বছর ১ কোটি ৫ লাখ পশু কোরবিনও হয়। এরপর থেকে প্রতিবছরই পশু কোরবানি কোটি ছাড়ায়। ২০১৬ এর পর এবছরই পশু কোরবানির সংখ্যা কোটির নিচে গেছে।