ইন্টারনেট না থাকলেও ব্যবহার করা যাবে ফেসবুক ম্যাসেঞ্জার
আগামীকাল উদ্বোধন ফেসবুক ম্যাসেঞ্জার ডিকভার অ্যাপের
নিউজডোর ডেস্ক ♦ মোবাইলে ইন্টারনেট না থাকলেও জরুরী সময়ে ব্যবহার করা ফেসবুক ও মেসেঞ্জার। তবে ডেটা ছাড়া শুধু টেক্সট সুবিধা নিতে পারবেন ব্যবহারকারীরা। এই সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মেবাইল অপারেটররা।
সূত্রে জানা যায়, ‘শুধু টেক্সট’র মাধ্যমে যোগাযোগের জন্য ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ’ উদ্বোধন করা হবে।
আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় বিটিআরসির সংবাদ সম্মেলন কক্ষে এ সংক্রান্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্বোধন করা হবে এবং বিস্তারিত জানানো হবে।
বিটিআরসির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, অনেক সময় আমাদের ফোনে ইন্টারনেট থাকে না। জরুরী প্রয়োজনে যাতে যোগাযোগ করা সম্ভব হয় তাই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।