আলোকিত হোক কনা মনির জীবন
আজকের এ দিনে মায়ের কোলকে আলোকিত করে পৃথিবীতে এসেছিল কনা মনি। বাবা-মা’র আদরের সেই সদ্য ভূমিষ্ট নবজাতক কনামনি আজকের দ্বিতীয় বছরে পা দিয়েছে।
বাবা সাংবাদিক আবুল কাশেম ও মা লিমা বেগম তাদের বুকের ধন কনামনির প্রস্ফুটিত জীবন ও আলোকিত ভবিষ্যত দেখতে চান।
মঙ্গলবার রাতে রংপুর টার্মিনাল এলাকার আবুল কাশেম তার বাসায় অনানুষ্ঠানিকভাবে কনামনির প্রথম জন্মবার্ষিকী পালন করেন।
আজকের এ আনন্দ মুখর দিনে তিনি তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।