৫৪১ রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের

৫৪১ রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের
ছবি: সংগৃহীত

প্রায় সাত সেশনে ১৭৩ ওভার খেলে ৭ উেইকেট হারিয়ে ৫৪১ রানে নিজেদের ইনিংস ঘোষণা করল বাংলাদেশ। শৃক্রবার সকালে ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মমিনুল হক।

দিনের ১৮ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে আরও ৬৭ রান যোগ করেছে বাংলাদেশ। তৃতীয় দিনে লিটনের ফিফটি এবং মুশফিকের অপরাজিত ৬৮ রান বাংলাদেশের প্রাপ্তি।

নাজমুল হাসান শান্ত এবং মমিনুল হকে সেঞ্চুরির ওপর ভিত্তি করেই ৪৭৪ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ।

এর আগে টেস্টের প্রথম দিনে তামিম- শান্ত জুটি বাংলাদেশকে ৩০২ রানে পৌছে দেয়। তবে দ্বিতীয় দিন আলো স্বল্পতার কারণে খেলা সেদিনের মতো বন্ধ ঘোষণা করা  হয় এজন্য বাংলাদেশ বেশি রান করতে পারেনি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করে নাজমুল হাসান শান্ত ১৬৩ । মমিনুল করে ১২৭ রান, তামিম ৯০, মুশফিক ৬৮* এবং লিটন ৫০।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন বিশওয়া ফারনান্দো।