সমুদ্রে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ সর্তকতা সংকেত আরও বাড়ল

সমুদ্রে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ সর্তকতা সংকেত আরও বাড়ল
ছবি: Eumetsat

নিউজডোর ডেস্ক ♦ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় “ইয়াস” এ পরিণত হয়েছে এবং একই এলাকায় অবস্থান করছে। সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড়টি সোমবার (২৪মে) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর হতে৬০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

ঘুর্ণিঝড়টি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে উল্লেখ করে আবহাওয়া অফিস।

উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।