সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের ঘটনায় টিসিএ’ রংপুরের নিন্দা

সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের ঘটনায় টিসিএ’ রংপুরের নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি ।। পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে আটকে রেখে দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, শারীরিক নির্যাতন ও সাজানো মামলায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), রংপুরের নেতৃবৃন্দরা। টিসিএ’র নেতৃবৃন্দরা মনে করে, দেশ ও জনগণের কল্যানে নিবেদিত অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার মধ্যে দিয়ে দেশের সাংবাদিক সমাজ, সচেতন মহল, দেশপ্রেমী ও প্রতিবাদী মানুষকে হেনস্থা করা হয়েছে। ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের মধ্য দিয়ে জনগণের অর্থ লুটপাট করে খাওয়া ব্যক্তিদের মুখোশ উন্মোচন করায় রোজিনা ইসলাম নির্যাতনের শিকার হয়েছেন।

এ ঘটনার তীব্র নিন্দা প্রকাশসহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন, টিসিএ রংপুরের সভাপতি শাহ্ নেওয়াজ জনি, সহ-সভাপতি সাদ্দাম হোসেন ডেমি, সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, কোষাধ্যক্ষ শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক একেএম সুমন মিয়াসহ টিসিএ, রংপুরের সকল সদস্যবৃন্দ।