লকডাউন শুনেই ঢাকা ছাড়তে ব্যস্ত মানুষ
নিউজডোর ডেস্ক ♦ গণপরিবহন বন্ধ থাকবে লকডাউনে। এজন্য লকডাউনের আগেই ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। আগামীকাল সোমবার থেকে লকডাউন শুরুর ঘোষণা জানার পর থেকেই ভিড় বেড়ে গেছে বাস টার্মিনালগুলোতে। লকডাউনে কর্মহীন হয়ে পড়াসহ লকডাউনে আটকা পড়ার আগেই ঢাকা ছাড়ছেন তারা।
শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনার সংক্রমণ রোধে এক সপ্তাহের জন্য সারাদেশ লকডাউনের ঘোষণা দেন।
তারপরই জনসাধারণের মাঝে চাঞ্চল্য লক্ষ্য করা যায়। অনেকেই বাজার-খরচ করতে ব্যস্ত, আবার অনেকেই ঢাকা ছাড়তে। তারা মনে করছেন এ লকডাউন আরও দীর্ঘতর হতে পারে।
লকডাউনে যাত্রীবাহী ট্রেন চলাচলও বন্ধ থাকবে বলে জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শুধু পণ্যবাহী ট্রেন চলবে এবং প্রজ্ঞাপনে ঠিক যতদিনের জন্য লকডাউন জারি হবে, ততদিনই যাত্রীবাহী ট্রেন চলবে না বলে জানান মন্ত্রী।