র্যাবের অভিযানে ১৩’শ টি টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১
অনেকদিন ধরে এ ব্যবসায়ে যুক্ত থাকার কথা স্বীকার

নিউজডোর ডেস্ক ♦ দিনাজপুর র্যাবের অভিযানে ১ হাজার ৩’শ টি টাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে রামনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রামনগর এলাকার জামাইপাড়ার মো. শাকিল (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করেন র্যাবের সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।