রমেকে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের নতুন রেকর্ড 

রমেকে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের নতুন রেকর্ড 

স্টাফ রিপোর্টার ♦  রংপুর বিভাগে করোনার সংক্রমণ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শনিবার রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের নতুন রেকর্ড তৈরী হয়েছে।

শনিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৬০ ভাগ। নতুন শনাক্তের মধ্যে রংপুরের ৭৪ জন, কুড়িগ্রামের ১৬ জন, লালমনিরহাটের ১০ জন, নীলফামারীর ৩ জন, দিনাজপুরের ১ জন, পঞ্চগড়ের ১ জন ও গাইবান্ধার ৭ জন রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৯ হাজার ৮০৫ জন ও সুস্থ্য হয়েছেন, ৬ হাজার ৮৭৭ জন। মারা গেছেন, ২’শ জন।