রমেকে নমুনা পরীক্ষায় আরও ৩২ আক্রান্ত ব্যক্তি শনাক্ত
এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে (রমেক) নমুনা পরীক্ষায় নতুন করে ৩২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১৮ জন, গাইবান্ধার ৮ জন, কুড়িগ্রামের ৩ জন,লালমনিরহাটের ২ জন ও নীলফামারীর ১ জন রয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন আক্রান্তরা হলেন, আরটিআই কর্নারে চিকিৎসাধীন সদরের এক পুরুষ (৫৯), ভগি মাস্টারপাড়ার এক নারী (৫০), মুন্সিপাড়ার এক নারী (২২) ও নীলফামারীর এক নারী (২০)।
রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, মেডিকেল নার্সিং হোস্টেলের এক নারী (২২), কুকরুলের এক নারী (২৮), জুম্মাপাড়ার এক পুরুষ (৪১), ধাপের এক নারী (৩২), লালকুঠি মোড়ের এক নারী (৩০), থানা রোডের এক বৃদ্ধ (৬২), এক নারী (১৯), সোনালী ব্যাংকের এক পুরুষ (৩৭), অপর পুরুষ (৩৫), এক যুবক (২৬), চেকপোস্টের এক নারী (৫২), হাবিব নগরের এক পুরুষ (৩৭), মুন্সিপাড়ার এক পুরুষ (৫৬), মিঠাপুকুর শঠিবাড়ির এক পুরুষ (৩৫), তারাগঞ্জ কুর্শার এক পুরুষ (৪৭)।
গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তরা হলেন, গাইবান্ধা সদর খানকা শরীফের এক পুরুষ (৪৭), পৌরসভার এক পুরুষ (৪০), মাস্টারপাড়ার এক পুরুষ (৫২), ফুলছড়ি ভাসলারপাড়ার এক নারী (২৫), গোবিন্দগঞ্জ প্রধানপাড়ার এক পুরুষ (৪৫), এক বৃদ্ধা (৬৫), পুরজাপুরের এক পুরুষ (৪৮) ও সাদুল্ল্যাপুর বনগ্রামের এক কিশোরী (১৫)।
লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তরা হলেন, লালমনিরহাট ১’শ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৩২), থানাপাড়ার এক পুরুষ (৪০), কুড়িগ্রাম সদর নাজিরার এক পুরুষ (৩৯), মোক্তারামের এক নারী (৫০), সদর পলাশবাড়ির এক বৃদ্ধ (৬৫)।
বৃহস্পতিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৬৪৭ জন। সুস্থ্য হয়েছেন, ৩ হাজার ২৯ জন ও মারা গেছেন, ৬১ জন।