রমেকে নমুনা পরীক্ষায় আরও ২৮ জন শনাক্ত
স্টাফ রিপোর্টার ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ২৮ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
এর মধ্যে রংপুরে ১৫ জন, কুড়িগ্রামে ৩ জন, লালমনিরহাটে ৩ জন, দিনাজপুরে ২ জন, গাইবান্ধার ২ জন ও নওগাঁর এক জন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, রংপুর সদরের এক পুরুষ (৪৮), অপর পুরুষ (৫৮), মিঠাপুকুরের এক পুরুষ (৩৫), ঠাকুরগাঁওয়ের এক বৃদ্ধ (৬০), গাইবান্ধা সদরের এক বৃদ্ধ (৬৫)।
রংপুর জেলায় নতুন শনাক্তরা হলেন, নগরীর ঘোড়াপীর মাজারের এক পুরুষ (৫০), মাস্টারপাড়ার এক শিশু (১২), ডক্টরস হাসপাতালের এক বৃদ্ধ (৭২), গুপ্তপাড়ার এক নারী (২৫), কামাল কাছনার এক পুরুষ (৩০), পীরজাবাদের এক পুরুষ (৪১), কামাল কাছনার এক পুরুষ (৪৩), এক পুরুষ (৩৩), মুন্সিপাড়ার এক নারী (৪৫), হারাগাছের এক যুবক (২৬), পীরগঞ্জের এক পুরুষ (৪৫), তারাগঞ্জ কুর্শার এক নারী (৫৫)।
কুড়িগ্রাম জেলায় নতুন শনাক্তরা হলেন, কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক নারী (৪২), অপর নারী (৩৫) ও এক পুরুষ (৫২)।
লালমনিরহাট জেলায় নতুন শনাক্তরা হলেন, লালমনিরহাট পাটগ্রামের এক কিশোরী (১৩), এক শিশু (১০) ও লালমনিরহাট ১’শ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ (৬০)।
এছাড়া দিনাজপুরের এক নারী (৫৫), এক বৃদ্ধ (৭৫), নওগাঁর এক যুবক (২৫), ঠাকুরগাঁওয়ের এক পুরুষ (৫৫) ও গাইবান্ধা পলাশবাড়ির এক যুবক (২৬) নতুন করে শনাক্ত হয়েছেন।
বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৫ হাজার ৩৬ জন ও সুস্থ্য হয়েছেন, ৪ হাজার ৬৩৭ জন। মারা গেছেন, ৯৬ জন ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, ২০ জন।