রংপুরে সাবান কারখানায় অভিযানে ১৫ লক্ষাধিক টাকার মালামাল জব্দ

রংপুরে সাবান কারখানায় অভিযানে ১৫ লক্ষাধিক টাকার মালামাল জব্দ

এহসানুল হক সুমন ♦ রংপুর নগরীতে সাবান কারখানায় অভিযানে চালিয়ে ১৫ লক্ষাধিক টাকার ভেজাল পণ্য ও মালামাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কারখানার মালিক নগরীর জুম্মাপাড়া এলাকার ছবির উদ্দিনের ছেলে জাকির হোসেনকে (৫৫) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। 

বুধবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভত্তিতে বুধবার বিকেলে নগরীর জুম্মাপাড়া সদর জামে মসজিদ সংলগ্ন শাহীন সোপ ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানায় পরিচালনার ৭টি শর্ত ভঙ্গ করার অপরাধে কারখানার মালিককে অর্থদন্ড প্রদান করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মলিহা খানম। সেই সাথে ছাই গ্রীণ ও গোল্ডেন নামীয় দুই ধরনের লোকাল ব্র্যান্ডসহ বিভিন্ন ধরনের ভেজাল লন্ড্রী সাবান, সাবান তৈরির সামগ্রী, কেমিক্যাল, স্টিকার ও মেশিনপত্রসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়।