রংপুরে জেএমবি সদস্য গ্রেফতার
নভেল চৌধুরী ♦ রংপুরে র্যাবের অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র এক সদস্য গ্রেফতার হয়েছে। সোমবার র্যাব ১৩ এর সহকারি পরিচালক মিডিয়া অফিসার মোঃ হালিউজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, রোববার র্যাবের একটি অভিযানিক দল রংপুরের পীরগঞ্জে অভিযান চালিয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে জেএমবি সদস্য মীর হেলাল উদ্দিনের পুত্র মীর ফজলে রাব্বী (৩০)কে গ্রেফতার করে। এসময় তার ব্যবহৃত মোবাইল থেকে বিপুল পরিমান উগ্রবাদী ভিডিও কনটেন্ট এবং বিভিন্ন উগ্রবাদী বইসমূহের লিংক পাওয়া যায়। এছাড়াও তার ব্যবহৃত মোবাইল থেকে অন্যান্যদের সম্পৃক্ততা পাওয়া যায় বলে র্যাব জানায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অ মীর ফজলে রাব্বী র্যাবকে জানায় যে, তার বাল্যবন্ধু (বর্তমানে জেলে বন্দী) এর প্ররোচনায় এবং বিভিন্ন উগ্রবাদী বক্তার বক্তব্য শুনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’তে যোগদান করেন। ধৃত আসামী ও তার সহযোগীরা তাহাদের নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “জেএমবি” এর উগ্রবাদী কার্যক্রমের জন্য সদস্য পদ গ্রহণের মাধ্যমে দেশের নিরাপত্তা এবং সাধারণ মানুষকে প্রভাবিত করার জন্য ইলেকট্রনিক্স ডিভাইস এর মাধ্যমে তথ্য প্রচার করে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করা, ভিন্ন মর্তাদশ সম্পর্কিত বিভিন্ন তথ্যপ্রযুক্তি,প্রশিক্ষণসরঞ্জাম ও প্রচারের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমে প্ররোচিত করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রংপুর জেলার পীরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে।