রংপুরে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান শুরু
নভেল চৌধুরী ♦ রংপুরে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে রংপুর সদর খাদ্যগুদামে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন, রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমি, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অমূল্য কুমার, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফ হোসেন। এবার রংপুর জেলায় ২৭ টাকা কেজি দরে ১৭ হাজার ৪০৩ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে ২৮ হাজার মেট্রিক টন চাল ক্রয় করবে খাদ্য বিভাগ।
রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পরিপত্র অনুযায়ী প্রতিটি উপজেলা ধান ক্রয় শুরু হয়েছে। রংপুরের ৩টি উপজেলা সদর, মিঠাপুকুর ও তারাগঞ্জে কৃষক অ্যাপের মাধ্যমে লটারী করে ধান ক্রয় করা হবে। স্বাস্থ্যবিধি মেনে ধান সংগ্রহে খাদ্য বিভাগ ও প্রশাসন কৃষকদের সহযোগিতা করবে। এছাড়া মিলারদের কাছ থেকে ২৮ হাজার মেট্রিক টনের উপরে মিলারদের কাছ থেকে চাল ক্রয় করা হবে। আশা করছি আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো।