বড়বিলে উন্নয়নের ধারা অব্যহত রাখতে রাজুকেই চান এলাকাবাসী

তার মেয়াদকালে উন্নয়নের চিত্র দেখার মতো

বড়বিলে উন্নয়নের ধারা অব্যহত রাখতে রাজুকেই চান এলাকাবাসী

গঙ্গাচড়া(রংপুর) প্রতিনিধি ♦ রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও রাজুকে চেয়ারম্যান হিসেবে পেতে চান ইউনিয়নবাসী। ইউনিয়নের বিভিন্ন গ্রামে শতাধিক তরুন যুবক বয়স্কদের সাথে আলাপ করে জানা যায়, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ নেতা বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজালুল হক রাজুকেই পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকার নতুন পুরাতন ভোটাররা।

ইউনিয়ন ঘুড়ে দেখা যায়, এই চেয়ারম্যান বিগত পাঁচ বছরে এলাকায় বিভিন্নরকম উন্নয়ন করে স্থানীয় জনগণের কাছে আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। বিগত নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে আওয়ামী লীগে যোগদান করে এলাকার ব্যপক উন্নয়ন করে এসেছেন জনপ্রিয়তার শীর্ষে। কারণে তিনি নিজ দলীয় কর্মী সমর্থকসহ এলাকাবাসীর অধিক আগ্রহে মনস্থির করেছেন আগামী ইউপি নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখবেন। ইউনিয়নের ৯নং ওয়ার্ড .লীগের  সাধারণ সম্পাদক ডা. গোলাম রব্বানীঘাঘটটারি ভাঙনিপাড়া গ্রামের আলম মিয়া ,ঘাঘটটারী দঃ পাড়ার আজাদ আলী, চৌধুরীর হাট ওয়ার্ড .লীগের সাবেক সভাপতি রফিকুল চৌধুরীসহ অনেকে জানান, বর্তমান ইউপি চেয়ারম্যান আফজালুল হক রাজুর বছর মেয়াদকালে এলাকার রাস্তা ঘাট,মসজিদ, মন্দির, পানি নিষ্কাশন ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন হয়েছে। বর্তমানেও কিছু উন্নয়ন কাজ চলমান রয়েছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজুকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। ব্যাপারে বড়বিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজালুল হক রাজু জানান, বিগত পাঁচ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশের মত আমার ইউনিয়নেও ব্যপক উন্নয়ন হয়েছে। আমি সাধ্যমত এলাকার উন্নয়নসহ জনসাধারণের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার জন্য ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছি।  এতে জনগনের ব্যপক সারা পাচ্ছি।