বিদ্যুতের দাম বাড়বে: প্রধানমন্ত্রীর মূখ্য সচিব

এপর্যন্ত কোনো দেশ বিদ্যুতের দাম কমাতে পারেনি

বিদ্যুতের দাম বাড়বে: প্রধানমন্ত্রীর মূখ্য সচিব
ড. আহমদ কায়কাউস (ছবি: সংগৃহীত)

নিউজডোর ডেস্ক ♦ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্যসচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, বিদ্যুতের দাম বাড়বে। কারণ পৃথিবীতে এপর্যন্ত কোনো দেশ বিদ্যুতের দাম কমাতে পারেনি।

তিনি বলেন, বাংলাদেশ ট্রানজিশনে আছে, গ্রোথ আরও বেশি হবে। এজন্য বিদ্যুৎ উৎপাদনের শ্লথ করার কোনো দরকার নেই, বরং বাড়ানো দরকার। তবে ব্যয় কমাতে আমাদের সাশ্রয়ী হতে হবে।

শনিবার (২৭ আগস্ট) ‘ফোরাম ফর এনার্জি রিপোটার্স বাংলাদেশ’ আয়োজিত এক ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন।

ড. আহমদ কায়কাউস বলেন, উৎপাদন ক্ষমতা বেশি হওয়ার কারণে বিদ্যুতের ক্যাপাসিটি পেমেন্ট বেশি বলা হলেও এটি ঠিক না। কারণ পরিকল্পনা ও বাস্তবতায় অনেক গ্যাপ থাকে। উন্নয়ন সহযোগীরাও ওভার প্ল্যানিয় করার পরামর্শ দেন। বিদ্যুৎ বিভাগ থেকে ওভার প্ল্যানিং করা হয়েছিল। বাংলাদেশের পরিস্থিতিতে ওভার প্ল্যানিং করলে সমস্যা নেই।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইজ্ঞিনিয়ার অনুষদের ডিন অধ্যাপক ম. তামিম। তিনি বলেন, গরমকালে অতিরিক্ত সাড়ে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগে। শীত মৌসুমে ৪-৫ মাস এই চাহিদা কমে যায়। গরম ও শীতের এই গ্যাপটা মাথায় রেখে পরিকল্পনা করতে হবে।