পঁচা-বাসি খাবার বিক্রির দায়ে রংপুরে ৫ রেস্তোরা মালিককে জরিমানা
স্টাফ রিপোর্টার ♦ রংপুর নগরীতে ভেজাল খাবার প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে নগরীর ধাপ এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ৫টি রেস্তোরায় নোংরা পরিবেশে পঁচা-বাসি খাবার বিক্রির প্রমাণ মেলায় প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্টেট মৃধা। অভিযানে স্যানিটারী ইন্সপেক্টরসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ নেন।