নিজ কাঁধে প্রধানমন্ত্রীর উপহার বাড়ি বাড়ি পৌঁছে দিলেন কুড়িগ্রাম পৌর মেয়র
কুড়িগ্রাম প্রতিনিধি ♦ কঠোর লকডাউনে ঘরে থাকা দু:স্থ-ছিন্নমূল অসহায় মানুষকে রাতের আঁধারে নিজের কাঁধে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার প্রদান করেছেন কুড়িগ্রাম পৌর মেয়র মো:কাজিউল ইসলাম।রবিবার রাত ৯টা থেকে দুই ঘন্টা ব্যাপি মেয়র এসব উপহার মানুষকে খাবার ঘরে ঘরে পৌঁছে দেন।করোনা সংক্রমণ রোধে সরকারের দেয়া ৭দিনের কঠোর লকডাউনে ঘরে থাকা কর্মহীন অসহায় দু:স্থ মানুষকে প্রধানমন্ত্রীর দেয়া এসব উপহার প্রদান করা হয়।জেলা সদরের কুড়িগ্রাম পৌরসভার মিস্ত্রি পাড়া,গড়েরপাড়,সবুজ পাড়া ও ঘোষপাড়াসহ বিভিন্ন এলাকায় খুঁজে খুঁজে অসহায় শতাধিক পরিবারের মধ্যে দু:স্থদের হাতে ১০ কেজি করে চালের প্যাকেট নিজ কাঁধে করে নিয়ে প্রত্যেকের হাতে তুলে দেন মেয়র।এসময় মেয়র কাজিউল ইসলাম বলেন,করোনাকালীন অনেক বয়স্ক ও করোনা আক্রান্ত পরিবারের মানুষসহ কঠোর লকডাউনে ঘরে থাকা অসহায় দু:স্থ ছিন্নমূল মানুষকে প্রধানমন্ত্রীর দেয়া উপহার বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি ও প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। তাদের কাছে না গেলে হয়তো বোঝা যেতনা পরিবারের অবস্থা।আমি সকলকে ঘরে থাকার অনুরোধ জানাই।সেইসাথে লকডাউন চলাকালীন এ উপহার এসব ছিন্নমূল মানুষের মাঝে প্রদান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।