আমদানি বাড়ছে, কমছে পেঁয়াজের দাম
দাম কমায় স্বস্তি ফিরেছে নিম্নবিত্তদের মাঝে
দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে প্রিায় প্রতিদিনই আসছে পেঁয়াজ। আমদানি বাড়ায় পেঁয়াজের দাম কমছে। কম দামে পেঁয়াজ কিনতে পেরে স্বস্তি ফিরেছে নিম্ন ও নিম্নমধ্যবিত্তদের মাঝে।
জানা যায়, পাইকারি বাজারে ইন্দো জাতের পেঁয়াজ সাইজ অনুযায়ী বিক্রি হচ্ছে ২৭ থেকে ২৮ টাকা কেজিতে। এছাড়াও নাসিকের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে।
কাস্টমস শুল্কায়ন করছে ৩০০ ডলারে। হিলি কাস্টমস সূত্রে জানা যায়, গত সাত দিনে ১০ হাজার ১২৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে। যা দেশের বিভিন্ন বাজারের আড়ৎ-এ পৌঁছোবে।
উল্লেখ্য, দেশের বাজারে পেঁয়াজ সংকটের কারণে এবং অসাধু ব্যবসায়ীদের মজুদ করার কারণে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যায়। পরে ভারত থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। তারপরপরই কাঁচা বাজারে পেঁয়াজের দাম ক্রমেই কমতে শুরু করে।