দিনাজপুরে লাঙ্গল বিজয়ী হলে ২৪ ঘন্টা ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস চালু হবে : রুবেল
দিনাজপুর প্রতিনিধি ♦ দিনাজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লাঙ্গল মার্কার প্রার্থী আহম্মেদ শফি রুবেল বলেছেন, মেয়র পদে নির্বাচিত হতে পারলে পৌরবাসী চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২৪ ঘটার জন্য হটলাইন ফ্রী এ্যাম্বুলন্স সার্ভিস চালু করবেন। পৌরবাসীর আইন আদালত এবং পুলিশ সহ সব ধরনর হয়রানি অবসান ঘটাবেন। টাকা পয়সা খরছা ছাড়াই সাধারন মানুষ যাতে ন্যায় বিচার পায় এজন্য ১২টি ওয়ার্ড নিযে পৃথক শালিসি বোর্ড গঠন করবেন।
শহরের বড় বদর রেলবাজার হাট এবং রামনগর মোড়ে পৃথক নির্বাচনি সভায় বক্তব্য দেওয়ার সময় এই দুইটি কাজ করার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, বর্তমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম পৌরবাসীর সেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়ছেন। পৌরবাসীর নিকট থেকে লক্ষ লক্ষও টাকার কর আদায় হয়েছে, কিন্তু জনগণ কোনো সেবা পায়নি। যার ফল ড্রেন-কালভার্ট ও রাস্তা-ঘাটের এই বেহাল দশা। এর থেকে মুক্তি পেতে হলে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে মেয়র পদে নির্বাচিত করতে আহবান জানিয়েছে তিনি।
বড় বদর রেলবাজার হাট অনুষ্ঠিত নির্বাচনি সভায় সভাপতিত্ব করেন ইদ্রিস আলী ইদন। বক্তব্য রাখেন নির্বাচনি প্রচারনায় পঞ্চগড় জেলা থেকে আগত জাতীয় পার্টির সম্পাদক আবু সালেক, বাচাগঞ্জের উপজেলা চেয়ারম্যান জুলফিকার হোসেন, এডভোকেট সুধির শীল, রবিউল আউওয়াল রবি, ডাঃ আনায়ার হাসান, জাপা নেতা শফিক আহমেদ, জেসমিন আরা, এবং রাজিউর রহমান বিপ্লবসহ অন্যান্যরা।