প্রযুক্তিভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা মেধাবী হয়ে উঠছে হুইপ ইকবালুর রহিম

বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে দেশটাকে মূর্খ বানিয়েছিল

প্রযুক্তিভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা মেধাবী হয়ে উঠছে  হুইপ ইকবালুর রহিম

মোঃ আরমান হোসেন দিনাজপুর ♦ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রযুক্তিভিত্তিক শিক্ষার মাধ্যমে আজকের শিক্ষার্থীরা মেধাবী হয়ে গড়ে উঠছে। আজকে যারা শিক্ষার্থী, আগামী দিনে তারাই দেশটাকে গড়ে তুলবে।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে দেশের কোন উন্নয়ন হয়নি। বরং দেশটাকে মুর্খ্য বানিয়ে ছিল। শিক্ষার্থীদের হাতে ছিল মাদক অস্ত্র। দেশ ছিল পিছিয়ে।

শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শিক্ষা ব্যবস্থাকে উন্নত করে দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছে। বর্তমানে দেশ উন্নয়নশীল দেশের কাতারে।

২৫ সেপ্টেম্বর শনিবার প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর শহরে ইকবাল হাইস্কুলের সম্প্রসারনকৃত ২য় ৩য় তলার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন, প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর শহরে নুরজাহান কামিল মাদ্রাসার নতুন একাডেমীক ভবনের উদ্বোধন প্রায় কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর শহরে তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারনকৃত ২য় তলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বারিউল করিম খান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহীনুর ইসলাম, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল প্রমুখ।