দিন খেটে খাওয়া মানুষের পাশে ইফতার নিয়ে রংপুর জেলা ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার ♦ করোনাক্রান্তিতে দিন খেটে খাওয়া মানুষের পাশে ইফতার নিয়ে দাঁড়িয়েছে রংপুর জেলা ছাত্রলীগ। সোমবার বিকেলে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির নেতৃত্বে রংপুর সিটি করপোরেশনের মর্ডান মোড় এলাকার রিক্সা চালক, অটোচালক, অস্বচ্ছল পরিবার গুলোর মাঝে ইফতার ও পানিয় বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেরে জাহান শাওন, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন ,সাংস্কৃতিক সম্পাদক অভিনাশ কুমার রায়, স্বাস্থ্য সম্পাদক ইয়াসির আরাফাত শুভ, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সজিব, উপ প্রচার সম্পাদক নাহিদ হাসান সাদ্দাম সাবেক ছাত্রনেতা ইমাদ মিয়া , ছাত্রলীগ নেতা, আল শাহরিয়ার মেহেদী মেহেদী হাসান জিম,মাহমুদুর অভি কিম শাওন ,তাওহীদ , রুহুল, মাহফুজার রহমান রাকিব, নয়ন ইসলাম,কাগজ মহন্ত প্রমুখ।
করোনাক্রান্তিতে রংপুর জেলা ছাত্রলীগের এ মানবিক কার্যক্রম অব্যহত রাখার কথা জানিয়েছেন, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি