তিস্তার চরে দেখা মিলছে ছোট নথজিরিয়ার

তিস্তার চরে দেখা মিলছে ছোট নথজিরিয়ার
ছোট নথজিরিয়া

চোখের চারপাশে সুদৃশ্য হলুদ রিং। ঘাড়ের কাছাকাছি পুরু কালো বেষ্টনী, কপালে একটি কালো ধাপ। একনজর দেখলে আকর্ষণ করে। অনিন্দ্য সুন্দর এই পাখিটির নাম ছোট নথজিরিয়া। সম্প্রতি এই পাখির দেখা মিলেছে রংপুরের তিস্তার চরে। বর্ষা শেষে তিস্তার পানি কমে যাওয়ায় তিস্তার চরে দেখা মিলেছে এ পাখির। তারা এখানে শিকার করে। পানিতে গোসল করে। আবার রোদও পোহায়।

অনিন্দ্য সুন্দর এই পাখিটিকে ক্যামেরাবন্দী করেছেন নদী ও পাখি প্রেমী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ।