তবে কি অস্ট্রেলিয়ার পথেই হাটছে নিউজিল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে একদল, আবার ভারতের বিপক্ষে অন্য দল!

তবে কি অস্ট্রেলিয়ার পথেই হাটছে নিউজিল্যান্ড

নভেল চৌধুরী ♦ অস্ট্রেলিয়ার পথেই হাuটা দিচ্ছে টিম নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে বলা চলে ‘বি’ দলই পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। ফলাফল ৪টিতে হার। এছাড়াও সর্বনিম্ন ৬২ রানে অলআউটের স্বাদও পায় তারা।

গতকাল বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করে নিউজিল্যান্ড। টম লাথামকে অধিনায়ক করে দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে নেই তারকা খেলোয়াড়রা, অর্থ্যাৎ ‘বি’ দল। পাশের দেশ ভারতের সাথে খেলার জন্য আবার ‘এ’ দল সাজিয়েছে নিউজিল্যান্ড। যেখানে থাকবে তারকা খেলোয়াড়রা।

বলা চলে এটা এক ধরণের অপমান টাইগারদের। এর দাuত ভাঙা জবাব দিতে কি প্রস্তুত আছে টাইগাররা। এছাড়াও নিউজিল্যান্ডের মাটিতে ৩-০ হারের প্রতিশোধ নেয়ার মোক্ষম সময় তো এখনই।   

তবে কি আবারও দেখা মিলবে রেকর্ডের। আবারও কি টাইগাররা লিখবে ইতিহাস। এরকম প্রশ্নের উত্তর এখন সময়ের অপেক্ষা।

১লা সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। দলে মুশি-লিটন ফিরলেও, ফিরছেন না ড্যাসিং ওপেনার তামিম।