তাণ্ডবকারীদের অবস্থানটা কি রাষ্ট্রের বিরুদ্ধে: আইজিপি

তাণ্ডবকারীদের অবস্থানটা কি রাষ্ট্রের বিরুদ্ধে: আইজিপি

নিউজডোর ডেস্ক ♦ ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারীসহ বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেল পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)বেনজীর আহমেদ। তিনি বলেন, বারবার কেন রাষ্ট্রীয় সম্পতির ওপর আঘাত করা হচ্ছে? তাদের অবস্থানটা কি বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে?

বৃহস্পতিবার দুপুরে হেফাজতের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেসে ব্রাহ্মণবাড়িয়া পে্রসক্লাবে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

আইজিপি বনেজীর আরও বলেন, আমরা দেখছি প্রায় প্রতি বছরেই ব্রাহ্মণবাড়িয়া ন্যাক্কারজনক হামলা ঘটছে। একইভাবে হাটহাজারীতেও হামলা হচ্ছে। বারবার রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে। বারবার কেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে? অবস্থানটা কি বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে?

তিনি বলেন, ব্রহ্মণবাড়িয়াবাসীকে স্পষ্ট করে বলতে চাই, ১৮ কোটি বাংলাদেশি আপনাদের সঙ্গে রয়েছে। একসঙ্গে আমরা ভয়কে অতিক্রম করতে পারব। কোনও বিশেষ গোষ্ঠী কোনও একটি অঞ্চলকে উপদ্রুত এলাকা হিসেবে পরিণত করবে- এটা হতে দিব না।