ইউটিউবসহ গুগলের সকল সেবায় সমস্যা
নিউজডোর ডেস্ক ♦ বড় ধরণের সমস্যার কবলে পড়েছিল প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। জিমেইল ও ইউটিউবসহ প্রায় সব সেবা কাজ করছিল না। জানা গেছে বিশ্বজুড়ে তাদের সেবা ভেঙ্গে পড়েছে।
জিমেইল খুলতেই দেখাচ্ছে “টেম্পোরারি ইরর” লেখা দেখাচ্ছে। তার সাথে বার্তা আসছে- we're sorry, but your account is temporarily unavailable. We apologies for the inconvenience and suggest trying again in a few minutes. You can view the G suite status Dashboard for the current status of the service.
এছাড়া সোমবার সকাল থেকে বিশ্বজুড়ে কাজ করছে না গুগলের ভিডিও সেবা ইউটিউব। সেখানে বার্তা আসছে- 'কিছু একটা সমস্যা হয়েছে (Something went wrong...)'।
তবে গুগল পৌনে ৭ টার মধ্যে এ সমস্যা দুর করে জি-মেইল ও ইটিউব প্রবেশ স্বাভাবিক করেছে।