বুধবার পাবলিক লাইব্রেরী মাঠে লোকজ ক্রীড়া প্রতিযোগিতা

বুধবার পাবলিক লাইব্রেরী মাঠে লোকজ ক্রীড়া প্রতিযোগিতা

এহসানুল হক সুমন ♦ বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা বাংলার ঐতিহ্যবাহী লোকজ খেলাধুলা মাঠে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কান্ট্রি গেমস এসোসিয়েশন। এ লক্ষ্যে বুধবার রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে দিনভর লোকজ ক্রীড়া প্রতিযোগিতা হা-ডু-ডু, মোরগ লড়াই, বৌচি, দড়ি লম্ফ অনুষ্ঠিত হবে ।

এতে রংপুর জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়,  কেরামতিয়া উচ্চ বিদ্যালয়, মরিয়ম নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তম স্কুল এন্ড কলেজ, লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, বুড়িরহাট উচ্চ বিদ্যালয় ও ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেবে।

সকাল ১১টায় দিনব্যাপী লোকজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন, জেলা প্রশাসক আসিব আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিসিবি পরিচালক অ্যাড. আনোয়ারুল ইসলাম।

বিকেল সাড়ে ৩টায় সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ কান্ট্রি গেমস এসোসিয়েশন রংপুর জেলা কমিটির আহ্বায়ক মেরিনা লাভলী। লোকজ ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করতে রংপুরবাসীকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ কান্ট্রি গেমস এসোসিয়েশন রংপুর জেলা কমিটি।